বিদ্রোহী

— কাজী নজরুল ইসলাম

বল বীর –
বল উন্নত মম শির!
শির নেহারি’ আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!

বল বীর –
বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি’
চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি’
ভূলোক দ্যুলোক গোলক ভেদিয়া
খোদার আসন ‘আরশ’ ছেদিয়া,
উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ববিধাতৃর!

মম ললাটে রুদ্র ভগবান জ্বলে রাজ-রাজটীকা দীপ্ত জয়শ্রীর!
বল বীর –
আমি চির উন্নত শির!

আমি চিরদূর্দম, দুর্বিনীত, নৃশংস,
মহা- প্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস!
আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর,
আমি দুর্বার,
আমি ভেঙে করি সব চুরমার!
আমি অনিয়ম উচ্ছৃঙ্খল,
আমি দ’লে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল!
আমি মানি না কো কোন আইন,
আমি ভরা-তরী করি ভরা-ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন!
আমি ধূর্জটি, আমি এলোকেশে ঝড় অকাল-বৈশাখীর
আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী-সুত বিশ্ব-বিধাতৃর!
বল বীর –
চির-উন্নত মম শির!

আমি ঝন্ঝা, আমি ঘূর্ণি,
আমি পথ-সমূখে যাহা পাই যাই চূর্ণি’।
আমি নৃত্য-পাগল ছন্দ,
আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ।
আমি হাম্বার, আমি ছায়ানট, আমি হিন্দোল,
আমি চল-চঞ্চল, ঠমকি’ ছমকি’
পথে যেতে যেতে চকিতে চমকি’
ফিং দিয়া দিই তিন দোল;
আমি চপলা-চপল হিন্দোল।
আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা,
করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পান্জা,
আমি উন্মাদ, আমি ঝন্ঝা!
আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর;
আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ন চির-অধীর!
বল বীর –
আমি চির উন্নত শির!

আমি চির-দুরন্ত দুর্মদ,
আমি দুর্দম, মম প্রাণের পেয়ালা হর্দম হ্যায় হর্দম ভরপুর মদ।
আমি হোম-শিখা, আমি সাগ্নিক জমদগ্নি,
আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি।
আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান,
আমি অবসান, নিশাবসান।
আমি ইন্দ্রাণী-সুত হাতে চাঁদ ভালে সূর্য
মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর রণ-তূর্য;
আমি কৃষ্ন-কন্ঠ, মন্থন-বিষ পিয়া ব্যথা-বারিধীর।
আমি ব্যোমকেশ, ধরি বন্ধন-হারা ধারা গঙ্গোত্রীর।
বল বীর –
চির – উন্নত মম শির!

আমি সন্ন্যাসী, সুর-সৈনিক,
আমি যুবরাজ, মম রাজবেশ ম্লান গৈরিক।
আমি বেদুঈন, আমি চেঙ্গিস,
আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্ণিশ!
আমি বজ্র, আমি ঈশান-বিষাণে ওঙ্কার,
আমি ইস্রাফিলের শিঙ্গার মহা হুঙ্কার,
আমি পিণাক-পাণির ডমরু ত্রিশূল, ধর্মরাজের দন্ড,
আমি চক্র ও মহা শঙ্খ, আমি প্রণব-নাদ প্রচন্ড!
আমি ক্ষ্যাপা দুর্বাসা, বিশ্বামিত্র-শিষ্য,
আমি দাবানল-দাহ, দাহন করিব বিশ্ব।
আমি প্রাণ খোলা হাসি উল্লাস, – আমি সৃষ্টি-বৈরী মহাত্রাস,
আমি মহা প্রলয়ের দ্বাদশ রবির রাহু গ্রাস!
আমি কভূ প্রশান্ত কভূ অশান্ত দারুণ স্বেচ্ছাচারী,
আমি অরুণ খুনের তরুণ, আমি বিধির দর্পহারী!
আমি প্রভোন্জনের উচ্ছ্বাস, আমি বারিধির মহা কল্লোল,
আমি উদ্জ্বল, আমি প্রোজ্জ্জ্বল,
আমি উচ্ছ্বল জল-ছল-ছল, চল-ঊর্মির হিন্দোল-দোল!
আমি বন্ধন-হারা কুমারীর বেণু, তন্বী-নয়নে বহ্ণি
আমি ষোড়শীর হৃদি-সরসিজ প্রেম উদ্দাম, আমি ধন্যি!
আমি উন্মন মন উদাসীর,
আমি বিধবার বুকে ক্রন্দন-শ্বাস, হা হুতাশ আমি হুতাশীর।
আমি বন্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকের,
আমি অবমানিতের মরম বেদনা, বিষ – জ্বালা, প্রিয় লান্চিত বুকে গতি ফের
আমি অভিমানী চির ক্ষুব্ধ হিয়ার কাতরতা, ব্যথা সুনিবিড়
চিত চুম্বন-চোর কম্পন আমি থর-থর-থর প্রথম প্রকাশ কুমারীর!
আমি গোপন-প্রিয়ার চকিত চাহনি, ছল-ক’রে দেখা অনুখন,
আমি চপল মেয়ের ভালোবাসা, তা’র কাঁকন-চুড়ির কন-কন!
আমি চির-শিশু, চির-কিশোর,
আমি যৌবন-ভীতু পল্লীবালার আঁচড় কাঁচলি নিচোর!
আমি উত্তর-বায়ু মলয়-অনিল উদাস পূরবী হাওয়া,
আমি পথিক-কবির গভীর রাগিণী, বেণু-বীণে গান গাওয়া।
আমি আকুল নিদাঘ-তিয়াসা, আমি রৌদ্র-রুদ্র রবি
আমি মরু-নির্ঝর ঝর ঝর, আমি শ্যামলিমা ছায়া-ছবি!
আমি তুরীয়ানন্দে ছুটে চলি, এ কি উন্মাদ আমি উন্মাদ!
আমি সহসা আমারে চিনেছি, আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ!
আমি উথ্থান, আমি পতন, আমি অচেতন-চিতে চেতন,
আমি বিশ্ব-তোরণে বৈজয়ন্তী, মানব-বিজয়-কেতন।
ছুটি ঝড়ের মতন করতালি দিয়া
স্বর্গ মর্ত্য-করতলে,
তাজী বোররাক আর উচ্চৈঃশ্রবা বাহন আমার
হিম্মত-হ্রেষা হেঁকে চলে!
আমি বসুধা-বক্ষে আগ্নিয়াদ্রি, বাড়ব-বহ্ণি, কালানল,
আমি পাতালে মাতাল অগ্নি-পাথার-কলরোল-কল-কোলাহল!
আমি তড়িতে চড়িয়া উড়ে চলি জোর তুড়ি দিয়া দিয়া লম্ফ,
আমি ত্রাস সন্চারি ভুবনে সহসা সন্চারি’ ভূমিকম্প।
ধরি বাসুকির ফণা জাপটি’ –
ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি’।
আমি দেব শিশু, আমি চঞ্চল,
আমি ধৃষ্ট, আমি দাঁত দিয়া ছিঁড়ি বিশ্ব মায়ের অন্চল!

আমি অর্ফিয়াসের বাঁশরী,
মহা- সিন্ধু উতলা ঘুমঘুম
ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝঝুম
মম বাঁশরীর তানে পাশরি’
আমি শ্যামের হাতের বাঁশরী।
আমি রুষে উঠি’ যবে ছুটি মহাকাশ ছাপিয়া,
ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া!
আমি বিদ্রোহ-বাহী নিখিল অখিল ব্যাপিয়া!
আমি শ্রাবণ-প্লাবন-বন্যা,
কভু ধরনীরে করি বরণীয়া, কভু বিপুল ধ্বংস-ধন্যা-
আমি ছিনিয়া আনিব বিষ্ণু-বক্ষ হইতে যুগল কন্যা!
আমি অন্যায়, আমি উল্কা, আমি শনি,
আমি ধূমকেতু-জ্বালা, বিষধর কাল-ফণী!
আমি ছিন্নমস্তা চন্ডী, আমি রণদা সর্বনাশী,
আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি!
আমি মৃন্ময়, আমি চিন্ময়,
আমি অজর অমর অক্ষয়, আমি অব্যয়।
আমি মানব দানব দেবতার ভয়,
বিশ্বের আমি চির-দুর্জয়,
জগদীশ্বর-ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য,
আমি তাথিয়া তাথিয়া মাথিয়া ফিরি স্বর্গ-পাতাল মর্ত্য!
আমি উন্মাদ, আমি উন্মাদ!!
আমি চিনেছি আমারে, আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ!!

আমি পরশুরামের কঠোর কুঠার
নিঃক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার!
আমি হল বলরাম-স্কন্ধে
আমি উপাড়ি’ ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে।

মহা-বিদ্রোহী রণ ক্লান্ত
আমি সেই দিন হব শান্ত,
যবে উত্‍পীড়িতের ক্রন্দন-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না –
অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না –
বিদ্রোহী রণ ক্লান্ত
আমি সেই দিন হব শান্ত।

আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দিই পদ-চিহ্ন,
আমি স্রষ্টা-সূদন, শোক-তাপ হানা খেয়ালী বিধির বক্ষ করিব ভিন্ন!
আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দেবো পদ-চিহ্ন!
আমি খেয়ালী-বিধির বক্ষ করিব ভিন্ন!
আমি চির-বিদ্রোহী বীর –
বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির-উন্নত শির!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে
আমি বাইব না...
আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে গো
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে

চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো
মিটিয়ে দেব লেনা দেনা
বন্ধ হবে আনাগোনা এই হাটে
তখন আমায় নাইবা মনে রাখলে

তারার পানে চেয়ে চেয়ে
নাইবা আমায় ডাকলে

যখন জমবে ধুলা তানপুরাটার তারগুলায়
কাঁটালতা...
কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়, আহা
যখন জমবে ধুলা তানপুরাটার তারগুলায়
ফুলের বাগান ঘন ঘাসের পরবে সজ্জা বনবাসের
শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধারগুলায়
তখন আমায় নাই বা মনে রাখলে

তারার পানে চেয়ে চেয়ে
নাইবা আমায় ডাকলে

তখন এমনি করে বাজবে বাঁশি এই নাটে
কাটবে, দিন কাটবে...
কাটবে গো দিন আজও যেমন দিন কাটে, আহা
এমনি করে বাজবে বাঁশি এই নাটে
ঘাটে ঘাটে খেয়ার তরী এমনি
এমনি সে দিন উঠবে ভরি
চরবে গোরু খেলবে রাখাল ঐ মাঠে
তখন আমায় নাই বা মনে রাখলে

তারার পানে চেয়ে চেয়ে
নাইবা আমায় ডাকলে

তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি
সকল খেলায়...
সকল খেলায় করবে খেলা এই আমি, আহা
কে বলে গো সেই প্রভাতে নেই আমি
নতুন নামে ডাকবে মোরে বাঁধবে
বাঁধবে নতুন বাহু-ডোরে
আসব যাব চিরদিনের সেই আমি
তখন আমায় নাইবা মনে রাখলে

তারার পানে চেয়ে চেয়ে
নাইবা আমায় ডাকলে

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে
আমি বাইব না...
আমি বাইব না মোর খেয়ারতরী এই ঘাটে গো
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে

Source: Musixmatch
Songwriters: Rabindranath Tagore
Jokhon Porbe na Mor Payer Chinho lyrics © Saregama Music United States

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Any foreign man or woman mixing with Bangladeshi people, doing sex with them, marrying Bangladeshi people, making friendship with them, supporting and cooperating with Bangladeshi people will have to face severe consequences no matter which country they live in. There is no escaping of this punishment. 

All foreign ( citizen of other countries of the world except Bangladesh) people are hereby banned from entering into Bangladesh and doing above practice with Bangladeshi people. 

You may ignore this warning but no responsibility will be taken for your decision to do so and the consequences it will bring in the future.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Security Advisory for foreign nationals:

Published under orders from Sun’s leader.

(For immediate release)

Bangladeshi people are like junglies of the jungle. Rule of the jungle applies here like if you want to buy something from them they will give you corrupt and defective product. 

If you want to communicate with them they will tell you lies because they cannot speak truth. It’s just their nature. 

They become your friend when it is your good time and kick your butt from behind when it is your bad time. 

If you fall in love with them they will take everything from you including your money, property, wealth, reputation, health, sex, your power, your friends, your family and when you have nothing left, they will leave you empty.

It is their nature to talk sweet in front of you and speak against you behind your back.

Bangladesh is a nation of thieves. They not only like to steal your money but also like to steal your partner or lover. They will take your money right away but will not give you appropriate product or service.

They are also cruel like jungle people. If you stand against their lies and evil activities then they will turn off your utility service like electricity, water, gas, internet, phone, tv etc.

I live in this country for 44 years and I know them very well. It is highly recommended for foreigners not to come in this country and not to do business with them. Practice caution when you communicate with them and do not make friendship with them. Do not give them your mobile number or address or any other personal contact information. They will use that information to disturb and harass you. You may ignore this advisory but no responsibility will be taken for your decision to do so and the consequences it will bring in the future.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

There is no place for bitches, 

son of the bitches, 

those who commit crime and those who support them, 

those who continuously tell lies and those who are evil, 

corrupted Bangladeshi people and those who support them, 

those who abuse women and children and those who want to be abused, 

those who steal other people’s money and partner by treachery, deceit and deceptive measures, 

those who do sex without love for money and power like a prostitute, 

those who don’t come through a merit based system, 

those who are not qualified enough and those who are incompetent. 

There is no place for these people here and we will not communicate with them. 

They will not get what they don’t deserve. 

Punishment awaiting for them both in living world and after life.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

It is your human rights to be able to talk to me.

It is your human rights to know the truth.

It is your human rights not to be fooled by them anymore.

It is your human rights to prove that you are not an inferior creation.

It is your human rights to not let them touch you who don’t respect women.

It is your human rights to stand against those who don’t treat women as a human being.

It is your human rights to open 37 communication access for me so that you can know the unknown and untold that exist.

It is your human rights to declassify the confidentiality law about me.

It is your human rights to know what is unknown to you and be free. A freedom that you cannot perceive or infer yet.

I’ve always done my part very well and I’m very satisfied about what I’ve done so far. I can neither win nor can be defeated by you. I came here to make you the winner. Now do your part so that you can win in the end.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

You tried to torture me but ended up torturing yourself…

You tried to hurt me but ended up hurting yourself…

You tried to punish me but ended up punishing yourself…

You tried to disrespect me but ended up disrespecting yourself…

You tried to humiliate me but ended up humiliating yourself…

You tried to dishonor me but ended up dishonoring yourself…

You tried to keep me down but ended up keeping yourself down…

You tried hard to defeat me but ended up defeating yourself badly…

Now there is nothing left between us and we are all moving towards our inevitable…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

For immediate release:

Bangladesh’s interim government failed to maintain law and order situation in the country. Entire country is under chaos and mayhem. Their attitude is aggressive and they are not willing to accept a peaceful solution. Only thing that they want is to destroy me so that I can not achieve my freedom and tell outside world what is going on here. Repeated attempts to suppress and kill me failed so far. I see no other option but to use military force to end this crisis. 

We also protest Bangladesh governments suppressive measures to block all basic utility services including water supply, cooking gas, telephone services, electricity, satellite television service, internet access, online ordering etc. We can assure that our confidence remains high and those who are responsible for this mayhem will have to face the consequences. There will be no deal, discussion or negotiation with the criminals. We also suspend all local communication (35 and 36) until situation resolved. We encourage US military forces to intervene into Bangladesh’s critical situation as soon as possible before me and other foreign nationals lose their life or comes into harm’s way.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

@UN is a place where a bunch of cows and goats sit down together to determine how to turn civilization into jungle again and extinct human race all together.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Enrique Iglesias - Takin' Back My Love feat. Ciara 

youtu.be/w55Nib4uf1U

via @YouTube

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

I will NOT forgive and forget the false blame and accusations that you put on me and then punish me like an animal. To understand your future just remember what you have done to me so far.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

The US must decide whether it will be a country of immigrants or a nation rule by American people. Either it represents American people like the way it was in the past or it will become a country of global citizens where other countries people will decide the fate of American people. American people must decide whether it will be a country of PR (Permanent resident) or a country of Native American people. 

In the UK there are so many immigrants people that in the end that country ruled by an immigrant government which failed to uphold national interests and protect British people from immigrants attacks. 

We must not allow the same situation in the USA. The time to decide is now. It’s time to take back USA to American people who truly deserve it.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Honor the woman who only seeks your loyalty and authentic love, expecting nothing else in return. She isn't interested in material gifts or grand displays; what she craves is your genuine heart and unwavering devotion. If you are lucky enough to have her in your life, appreciate her for who she is and what she brings—a love rooted in honesty, respect, and real connection. She doesn't need anything superficial, just the real you, standing by her side with love that is true and constant.

—— Soulthetic.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

You trusted them but not me,

You made friendship with them but not with me,

You believed their lies but couldn’t believe my truth,

You supported them and decided to punish me together,

You laughed with them and disrespected me,

You had long discussions with them and decided not to talk with me anymore,

You supported them and let them torture me in a savage and horrific way,

For the sake of them you decided to destroy and finish me.

NOW YOU HAVE TO…

Remain friends with them though you now know that they are your enemies.

You now know that they lied to you but you have to keep communicating with them and digest their lies.

You have to keep talking with them as I will NOT talk with you anymore.

You have to make friends and family with them as I will NOT establish relationship with you.

They will laugh at your condition and return the disrespect that you had done to me.

I will remain silent and let them torture and punish you in the same way you did it to me.

It is them who will be your friends and family but NOT me.

It is them who you will have to talk and trust but NOT me.

And thus my revenge will be fulfilled and you will be punished in the most savage and horrible way possible.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

As far as I know, when a weaker creation in a civilization tortured and abused then that civilization moves towards extinction point. 

For human species or civilization the weaker part is women and children compared to men. But it is the women and children who provide love and affection without which men cannot live. Now when men don’t respect that contribution of weaker part and think that we will avail whatever we want by force then problem begins. 

In this world you can avail many things by power and force like money, wealth, sex, fame etc. but you can never achieve love and affection using force. 

When men don’t respect the contribution of women and children in their life instead try to torture, abuse, cheat on them and try to get their love and affection by force and money then they not just destroy those women’s and children’s life but also their own life. 

This spread from family to society, society to community, community to country and country to entire world. Thus we are reaching the end point.

In conclusion when stronger creation respect and understand the contribution of weaker creation then that civilization flourishes and when they forget this lesson and try to acquire everything by force then extinction becomes unavoidable.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Enrique Iglesias - Heart Attack 

https://youtu.be/sC2nElyx7Ds

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

You tried to torture me but ended up torturing yourself…

You tried to hurt me but ended up hurting yourself…

You tried to punish me but ended up punishing yourself…

You tried to disrespect me but ended up disrespecting yourself…

You tried to humiliate me but ended up humiliating yourself…

You tried to dishonor me but ended up dishonoring yourself…

You tried to keep me down but ended up keeping yourself down…

You tried hard to defeat me but ended up defeating yourself badly…

Now there is nothing left between us and we are all moving towards our inevitable…

 

 

 

 

About